ছালাত/পবিত্রতা
জনৈক ইমাম বলেন, তারাবীহ বা তাহাজ্জুদ ছালাতের পূর্বে সংক্ষেপে দু’রাক‘আত ছালাত আদায় করতে হবে। এ বক্তব্যের সত্যতা আছে কি?
উত্তর : একথা সঠিক নয়। বরং রাসূল (ছাঃ) তাহাজ্জুদ ছালাতের প্রথম দু’রাক‘আত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। রাসূল (ছাঃ) বলেছেন, তোমাদের কেউ যখন রাতের ছালাতে দন্ডায়মান হবে, সে যেন সংক্ষেপে দু’রাক‘আত ছালাতের মাধ্যমে (তাহাজ্জুদ) ছালাতের সূচনা করে’ (মুসলিম হা/৭৬৮; আবুদাউদ হা/১৩২৩; মিশকাত হা/১১৯৪)। ইমাম ছাহেব হয়ত এ হাদীছের ব্যাখ্যা বুঝতে ভুল করেছেন। –