ছালাত/পবিত্রতা

ছালাতে তাশাহহুদ থেকে সালাম ফিরানো পর্যন্ত আঙুল কি একবার উঠালেই চলবে না অনবরত নাড়াতে হবে?

উত্তর : নাড়ানোই সুন্নাত। তবে তা যেন দ্রুত ও দৃষ্টিকটূ না হয়। ওয়ায়েল বিন হুজ্র (রাঃ) হ’তে বর্ণিত হাদীছে তিনি বলেন, فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا অর্থাৎ ‘নবী করীম (ছাঃ) হাতের আঙ্গুলসমূহকে গুটিয়ে মুঠ বাঁধলেন। অতঃপর তিনি আঙ্গুল উঁচু করলেন। আমি তাঁকে দেখলাম যে, তিনি সেই আঙ্গুলটি নাড়াচ্ছেন ও তার দ্বারা দো‘আ করছেন’ (আবুদাঊদ হা/৯৮৯, দারেমী হা/১৩৫৭, মিশকাত ‘তাশাহ্হুদ’ অধ্যায় হা/৯১১)। উল্লেখ্য যে, একবার ওঠাতে হবে মর্মে কোন জাল-যঈফ হাদীছও নেই (মিশকাত হা/৯০৬ নং হাদীছের টীকা দ্রঃ)

আরও দেখুন:  মসজিদের সামনে বা মেহরাবের সামনে কালেমায়ে ত্বাইয়েবা বা কালেমায়ে শাহাদাত লেখা যাবে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button