ছালাত/পবিত্রতা
চার রাক‘আত বিশিষ্ট ছালাত আদায়ের ক্ষেত্রে প্রথম দুই রাক‘আত না পেলে পরে তা আদায়ের সময় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? প্রথম দুই রাক‘আত না পেলে পরে তা আদায়ের সময় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি?
উত্তর : মিলাতে হবে না। এ সময় তিনি ইমামের অনুসরণে কেবল সূরা ফাতিহা পড়বেন। অতঃপর ইমামের সালাম শেষে মাসবূক হিসাবে তার শেষ দু‘রাক‘আতে অন্য সময়ের ন্যায় কেবল সূরা ফাতিহা পাঠ করবেন। রাসূল (ছাঃ) বলেন, ইমাম নিযুক্ত হন তাকে অনুসরণের জন্য’ (বুখারী হা/৩৭৮)। তিনি বলেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাও সেটুকু আদায় কর এবং যেটুকু বাদ পড়ে, সেটুকু পূর্ণ কর’ (বুখারী হা/৬৩৫, মিশকাত হা/৬৮৬)। এখানে ইমামের শেষাংশ হ’ল মাসবূকের প্রথমাংশ। অতঃপর মাসবূক তার বাকী শেষ দু‘রাক‘আত আদায় করবেন। এর ফলে মাসবূকের মোট চার রাক‘আতেই সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাছাড়া ছালাত প্রথম দিক থেকে শেষে এসে সংক্ষেপ করতে হয় (ফিক্বহুস সুন্নাহ ১/২৮০)।