ছালাত/পবিত্রতা

মহিলারা কি জানাযা ও দাফন কার্যে অংশগ্রহণ করতে পারবে?

উত্তর: মহিলারা জানাযার ছালাতে অংশগ্রহণ করতে পারে। সা’দ বিন আবী অয়াক্কাছ (রাঃ) -এর জানাযায় আয়েশা (রাঃ) সহ রাসূল (ছাঃ) -এর অন্যান্য স্ত্রীগণ অংশগ্রহণ করেছিলেন [১]। মহিলারা স্বামী বা যেকোন মহিলার গোসল করানোর ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে [২]। তবে তারা দাফন কার্যে অংশগ্রহণ করবে না। কেননা এ ব্যাপারে কোন দলীল পাওয়া যায় না।

১. মুসলিম হা/৯৭৩।
২. ইবনু মাজাহ হা/১৪৬৪-৬৫; মিশকাত হা/৫৯৭১।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button