সুযোগ থাকলে মুসাফিরদের পুরো সালাত পড়া উচিত?
প্রশ্ন : সুযোগ থাকলে মুসাফিরদের পুরো সালাত পড়া উচিত?
উত্তর : ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মুসাফির অবস্থায় যদি একজন ব্যক্তির হাতে সময় ও সুযোগ থাকলে তিনি পূর্ণ নামাজ পড়তে পারবেন কি না এ ব্যাপারে দুটি মাসয়ালা আছে। এক রেওয়াজে আছে যে, মুসাফির ব্যক্তির ওপর ওয়াজিব হচ্ছে তারা সালাত কসর করবেন। যেহেতু ওয়াজিব হয়েছে, তাই পুরো সালাত না পড়ে কসর করবেন। কিন্তু এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে। তবে অনেকেই আবার পক্ষে বলেছেন। যারা পক্ষে মত দিয়েছেন, তাদের মতে মুসাফির অবস্থায় ব্যক্তি কসর করবেন। আরেকটি রেওয়াজে আছে, মুসাফির অবস্থায় ব্যক্তি কসর করবেন কিন্তু সুযোগ থাকলে তিনি পূর্ণ সালাত পড়বেন। এটি মুসাফির ব্যক্তির জন্য জায়েজ আছে। তিনি ইচ্ছা করলে পূর্ণ সালাত পড়বেন। এই অভিমতের পক্ষে যারা মত দিয়েছেন, তাদের মধ্যে একদল বলেছেন, সুযোগ থাকলে পুরো পড়াই উত্তম। আবার আরেকদল বলেছেন, এটি জায়েজ আছে। এখান থেকে বোঝা যায় যে, পূর্ণ সালাত পড়া নিয়ে আলেমদের নিয়ে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হলো, মুসাফির ব্যক্তি যদি মনে করেন পূর্ণ সালাত পড়বেন তাহলে তার জন্য জায়েজ। তবে উত্তম হলো কসর করা। আল্লাহ যেহেতু কসর করার সুযোগ দিয়েছেন সেখানে কসর করাটাই উত্তম। সব আলেমদের বক্তব্য থেকে এটাই বিশুদ্ধ বক্তব্য।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।