ছালাত/পবিত্রতা
ফরজ গোসলের নিয়ম কেমন হবে?
প্রশ্ন : ফরজ গোসলের নিয়ম কেমন হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফরজ গোসল স্বাভাবিক গোসলের মতোই। স্বাভাবিক গোসলে যে সুন্নাহগুলো আছে আমরা সেগুলো অনুসরণ করলেই ফরজ গোসল হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা জানি যে, প্রথমে গোসলের নিয়ত করবেন। দ্বিতীয়ত গোসলকারী ব্যক্তি নাকে পানি দেবেন ও কুলি করবেন। এরপর সুন্নাহ পদ্ধতিতে অজু করবেন। এরপর তিনি পুরো শরীর পানি দিয়ে ধৌত করবেন। পরিপূর্ণভাবে ভেজাবেন। তাহলেই হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।