ছালাত/পবিত্রতা
নামাজে থাকাকালীন মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে?
প্রশ্ন : নামাজে থাকাকালীন মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজে থাকাকালীন মা যদি ডাকেন তাহলে উত্তম হচ্ছে মায়ের ডাকে সাড়া দেওয়া। তবে শুধু নফল নামাজের ক্ষেত্রে। আপনি নফল নামাজের ক্ষেত্রে মায়ের ডাকেই আগে সাড়া দেওয়াটা উচিত। কিন্তু যদি ফরজ সালাত হয় তাহলে আগে নামাজ শেষ করে নিতে হবে। নামাজ শেষ করে তারপর মায়ের ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো উত্তম।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।