ছালাত/পবিত্রতা

জুমার দিনে দুই আজানেই কি জবাব দিতে হবে?

প্রশ্ন : জুমার দিনে তো দুইটা আজান দেওয়া হয়। আমার প্রশ্ন হলো—জুমার দিনে দুই আজানেই কি জবাব দিতে হবে?

উত্তর : ধন্যবা আপনার প্রশ্নের জন্য। জুমার দিনে যে দুইটি আজান দেওয়া হয় সে দুটিরই জবাব দিতে হবে। দুটিরই জবাব দেওয়া সুন্নাহ। এর ফজিলত আছে। এর জবাব দিলে সওয়াব হবে। তাই দুটি আজানেরই জবাব দেবেন এবং দোয়া পড়বেন। সেক্ষেত্রে আজানের জবাব দেওয়ার ফজিলত আপনি পাবেন। যদি কেউ একটি আজান দিয়ে থাকে কেউ চাইলে সেটা দিতে পারবে। তাতে কোনো সমস্যা নেই। তবে দুটির জবাব দেওয়া সুন্নাহ। তাই এর জবাব দেওয়ার প্রয়োজন আছে।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button