ছালাত/পবিত্রতা

অজু করার সময় মাথায় কাপড় রাখা কি বাধ্যতামূলক?

প্রশ্ন : অজু করার সময় মাথায় কাপড় না থাকলে কি হবে না? মানে কাপড় রাখা কি বাধ্যতামূলক?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন অজু করার সময় যদি মাথায় কাপড় না থাকে তাহলে অজু হবে কি না। নাহ এটি অজুর জন্য শর্ত নয়। আপনি মাথায় কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো অজুর রুকন। অজুর রকুন যদি ছুটে যায় তাহলে আপনার অজু ছুটে যাবে। আপনি যেটার কথা বলেছেন সেটা হলো পর্দার সাথে যুক্ত। অজুর সঙ্গে এর সম্পৃক্ততা নেই। মাথায় কাপড় দেওয়ার বিষয়টি সম্পূর্ণ পর্দার সঙ্গে সম্পৃক্ত।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  করোনা ভাইরাসের আতংকে সঊদী আরবের মসজিদসমূহে আযানের সময় ‘হাইয়া আলাছ-ছালাহ’-এর বদলে ‘ছাল্লূ ফী বুয়ূতিকুম’ বলা হচ্ছে। এটা কি শরী‘আত সম্মত?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button