ছালাত/পবিত্রতা

নামাজ শুরু করার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন : নামাজ শুরু করার সঠিক পদ্ধতি কী? আমি যেভাবে পড়ি—প্রথমে নিয়ত করি, এরপর হাত বাঁধি, এরপর দোয়াগুলো পড়ি, সুরা ফাতিহা পড়ি, এরপর সুরা মিলিয়ে পড়ি এবং সুরা মেলোনোর পর প্রতিটি রাকাতে সুরা এখলাস পড়ি।

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আপনি নামাজ শুরুর সঠিক পদ্ধতি জানতে চেয়েছেন। আপনি আপনার সালাত পড়ার যে পদ্ধতি উল্লেখ করেছেন সেখানে কোথাও কোনো ভুল বা বিচ্যুতি দেখছি না। শুধু এক জায়গা একটি দ্বিমত করব, সেটা হলো—প্রতিটি রাকাতে সুরা মেলানোর পর সুরা এখলাস পড়েন এটি জায়েজ পড়তে পারেন। তাতে সমস্যা নেই। কিন্তু আপনি প্রতিটি সালাতে এটা করবেন না। তাহলে এটা একটা বিধান হয়ে পড়বে। বিধান দেওয়ার অধিকার আল্লাহর আপনার নয়। তাই বিধান হিসেবে পালন করবেন না। আপনি মাঝে মাঝে এই কাজটা করতে পারেন কিন্তু বিধান হিসেবে সৃষ্টি করবেন না। এ কারণে সুরা মেলানোর পর কখনো এখলাস পড়বেন কখনো পড়বেন না। বাকি সব ঠিক আছে।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button