বিতরের সালাতে দোয়া কুনুত পড়ার সময় নজর কোথায় থাকবে?
প্রশ্ন : উপযুক্ত সময় হওয়ার আগে হজ করলে কি পরেও করতে হবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নের জন্য। তিনি বলেছেন তার ওপর আগে হজ ফরজ হয়নি কিন্তু কেন হয়নি সেটা জানতে হবে। দেখা যায়, সে প্রাপ্ত বয়স্ক হয়নি কিংবা তার বোধ কিংবা হুশ ছিল না যদি এমন হয় তাহলে তার পরবর্তীতে আবার হজ পালন করতে হবে। কিন্তু তিনি যদি সুস্থ-সবল অবস্থায় সব ঠিক থাকা অবস্থায় নিজের পক্ষ থেকে হজ করেছেন এবং হজের সব নিয়ম পালন করেছেন তাহলে তার হজ পালন হয়ে গেছে। পরবর্তীতে এই হজ আর না করলেও হবে। কিন্তু সামর্থ্য থাকলে আবার পরেও আদায় করা যেতে পারে। সেটা নফল হিসেবে হবে। আর যদি প্রাপ্ত বয়স্ক না হয়ে থাকেন তাহলে আরেক কথা। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে করে থাকলে পরবর্তীতে আবার করতে হবে। তাই আপনাকে নির্দিষ্ট করতে হবে আপনি কি বুঝাতে চেয়েছেন।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।