ছালাত/পবিত্রতা

জুমার দিনে গোসল করা কি বাধ্যতামূলক? 

প্রশ্ন :জুমার দিনে গোসল করা কি বাধ্যতামূলক? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশ গ্রহণ করতে চান। এই মাসয়ালা নিয়ে আলেমদের দ্বিমত আছে, কেউ কেউ মোস্তাহাব, উত্তম বা সুন্নাহ বলেছেন। তবে একাধিক হাদিসের মধ্যে নবী করিম (সা.) ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন এবং ওয়াজিবের দিকে ইঙ্গিত করেছেন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button