ছালাত/পবিত্রতা

জুমার সালাত কি কাজা পড়া জায়েজ আছে?

প্রশ্ন : কোনো কারণে জুমার সালাত পড়তে না পারলে কি কাজা পড়া যাবে?

উত্তর : কোনো কারণে যদি জুমার সালাত জামাতে না পড়তে পারেন, তাহলে সেটা কাজা পড়তে পারবেন কি না, জানতে চেয়েছেন আপনি। না, জুমার সালাত কাজা পড়া যায় না। এ ক্ষেত্রে আপনাকে জোহরের সালাত পড়তে হবে। জুমার সালাত একাকী পড়া যায় না। জুমার নামাজের জন্য কিছু শর্ত আছে। এর জন্য জামাতের শর্ত আছে, লোকের উপস্থিতি লাগবে। তাই, আপনি একা পড়তে পারবেন না। কোনো কারণে জুমার সালাত মিস করলে আপনি জোহরের নামাজ পড়বেন। এ ক্ষেত্রে আপনি যদি মুসাফির হন, দুই রাকাত পড়বেন, যদি না হন তাহলে চার রাকাত পড়বেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button