ছালাত/পবিত্রতা

পরিবহণে থাকলে কি কসর পড়া উচিত?

প্রশ্ন : পরিবহণে থাকলে কি কসর পড়া উচিত?

উত্তর : বাড়ির আশে-পাশে যদি কোথাও যান তাহলে আপনি মুসাফির নন। তখন আপনি বাড়ি এসেই নামাজ পড়তে পারবেন। এ ক্ষেত্রে কসর করা লাগবে না। তবে বাড়ি থেকে যদি অন্য শহরে যান তাহলে আপনি মুসাফির। যেমন—আপনি বাড়ি থেকে ৩০-৫০ কিলোমিটার দূরে যাচ্ছেন তখন কসর করবেন। এ ছাড়া, আপনি যখন পরিবহনে থাকবেন তখন আপনি মুসাফির। সবসময় বাহনে থাকলেই আপনি মুসাফির। যদি বাহনে থাকেন তাহলে আপনি ফিরে কসর করে নেবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

মন্তব্য করুন

Back to top button