ছালাত/পবিত্রতা

আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি?

আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো বাধা নেই। কারণ, আপনি তো আয়নার দিকে তাকাবেন না। আপনি তাকাবেন সিজদার দিকে। আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। কোনো ব্যক্তি সালাতে যখন দাঁড়ায়, তখন তার দৃষ্টি থাকতে হবে সিজদার দিকে। সুতরাং, আপনি আয়নার সামনে দাঁড়ান কিংবা অন্যকিছুর সামনে দাঁড়ান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নামাজ তো কোনো দিকে তাকানোর জন্য নয়। নামাজ হলো আল্লাহর ইবাদত। ইবাদতের প্রতিটি প্রদক্ষেপ নির্দিষ্ট। তাই এটিকে নির্দিষ্ট রাখতে হবে। আপনার নজর থাকবে শুধু সিজদার দিকে। অনেকেই দেখা যায় সালাত আদায়ের সময় বিভিন্ন দিকে তাকান। যদি এভাবে বিভিন্ন দিকে তাকান, তাহলে সালাতে মনোযোগ থাকবে না। অনেকেই অভিযোগ করে, সালাতে মনোযোগ নেই। দৃষ্টি ঠিক না রাখাও এই মনোযোগ না থাকার অন্যতম কারণ। তাই আমাদের উচিত, সালাতে দৃষ্টি ঠিক রাখা।

ড. মোহাম্মদ সাইফুল্লাহ

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button