ছালাত/পবিত্রতা
জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে দো‘আ কবুলের আশায় মনে মনে ইচ্ছানুযায়ী দো‘আ করা যাবে কি?
উত্তর : খুৎবা চলাকালীন সময়ে স্বাভাবিক কথাবার্তা বলা নিষেধ (বুখারী হা/৯৩৪; মুসলিম হা/৮৫১; মিশকাত হা/১৩৮৫)। সুতরাং এসময় বিশেষ কোন দো‘আ পাঠ করা উচিৎ নয়। তবে ইমামের দো‘আ বা বক্তব্যের উত্তরে নিম্নস্বরে আমীন বা অন্যান্য তাসবীহ বলা যাবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩০/২৪৩)। এক্ষণে খুৎবার সময় দো‘আ কবুলের সময় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তার অর্থ হ’ল ইমামের দো‘আয় শরীক হয়ে আমীন বলা, দু’খুৎবার মধ্যবর্তী সময়ে দো‘আ করা, ছালাতের মধ্যে দো‘আ করা প্রভৃতি (মুসলিম হা/৮৫৩; মিশকাত হা/১৩৫৮; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩০/২৪৩, ২৪৮; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৭০, ১৬/৬৮)।
জাযাকাল্লাহু খাইরান।