ছালাত/পবিত্রতা
এশার ছালাতের ওয়াক্ত রাত্রি কয়টা পর্যন্ত থাকে?
উত্তর : মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর হ’তে এশার ওয়াক্ত শুরু হয় এবং মধ্যরাতে শেষ হয় (তিরমিযী হা/১৫১; ছহীহাহ হা/১৬৯৬)। তবে যরূরী কারণবশতঃ ফজরের পূর্ব পর্যন্ত এশার ছালাত আদায় করা জায়েয আছে (মুসলিম হা/৬৮১ ‘মসজিদ সমূহ’ অধ্যায়-৫, ‘ক্বাযা ছালাত আদায়’ অনুচ্ছেদ-৫৫; ফিক্ব্হুস সুন্নাহ ১/৭৯)।