ছালাত/পবিত্রতা
জায়গার সংকীর্ণতার কারণে কাতার যেকোন একদিকে অনেক বেশী হয়ে গেলে ছালাত ত্রুটিপূর্ণ হবে কি?
উত্তর : জায়গার সংকীর্ণতার কারণে এরূপ হ’লে কোন অসুবিধা নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২০৫; উছায়মীন, শারহুল মুমতে‘ ৪/২৬৪)। স্মর্তব্য যে, ইমামকে মধ্যবর্তী ধরে কাতার ডানে ও বামে সমান সমান মুছল্লী থাকাই সুন্নাত (মুসলিম হা/৩০১০; আবুদাউদ হা/৬১৩; মিশকাত হা/১১০৭)। তবে ডানে সামান্য বৃদ্ধি করা উত্তম (মুসলিম; মিশকাত হা/৯৪৭; ছালাতুর রাসূল ১৭৪ পৃ.)।