ছালাত/পবিত্রতা

মসজিদে নববীতে একাধারে ৪০ ওয়াক্ত ছালাত আদায়কারী জাহান্নামের আগুন ও মুনাফিকের আলামত থেকে মুক্তি পাবে মর্মে কোন বিধান আছে কি?

উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি মুনকার ও যঈফ।  এর সনদে নাবীত্ব ইবনু ওমর নামে একজন অপরিচিত রাবী আছেন (আহমাদ হা/১২৬০৫; সিলসিলা যঈফাহ হা/৩৬৪, সনদ যঈফ- আলবানী, আরনাঊত্ব)। অতএব উক্ত আমল অবশ্যই পরিত্যাজ্য।

আরও দেখুন:  মসজিদের বেতনভুক মুওয়াযযিন কর্মব্যস্ততার কারণে যোহর ও আছরের ছালাতে আযান দিতে পারি না - এজন্য কি তিনি গুনাহগার হবেন?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button