বিবিধ বই

বই: জীবনকে উপভোগ করুন

আমাদের সমাজে ডেল কার্নেগীর বই বহুল প্রচলিত। হতাশার মহাষৌধ হিসাবে ডেল কার্নেগীর সুচিন্তিত লেখাগুলো খুবই জনপ্রিয়। কিন্তু সেই ডেল কার্নেগীই আত্নহত্যা করে বিদায় নিয়েছেন! আমাদের সমাজের মানুষের হতাশার পিছনে মূল কারনগুলো কী? কেউ চাকুরীহীন কেউবা সাংসরিক জীবনে অসুখী। আমরা আমাদের জীবনাদর্শ হিসাবে কাদের চরিত্রকে অনুসরন করছি? আধুনিক মিডিয়ো জগতের তারকাদের আমরা জীবনাদর্শ হিসাবে গ্রহন করি । কিন্ত বর্তমান যুগের কোন তারকার জীবন কি সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীর চেয়ে উত্তম হতে পারে? কখনোই না। অনেক অমুসলিম লেখক -গবেষকও প্রিয় নবীকে আদর্শ মহামানব হিসাবে ব্যক্ত করেছেন । আমরা আমাদের লাইফস্টাইলকে মিডিয়া কিংবা প্লেয়ার তারকাদের মতো করার চেষ্টা করি। কিন্তু তাদের জীবনী কি সমস্যা বিহীন? তারা কি আদর্শ হওয়ার যোগ্যতা রাখে? অবশ্যই না!

তাহলে আমাদের জীবনকে সাজাবো কিভাবে? আদর্শ হিসাবে কাকে মানবো? কিভাবে পাপ মুক্ত, হতাশা মুক্ত জীবন গড়ব?

এসব প্রশ্নের উত্তর যারা খুজছেন, তাদের জন্য অনেক সুন্দরভাবে জবাব দিয়েছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান আল-আরিফী। হতাশামুক্ত সুন্দর জীবন গড়তে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বইয়ের নাম: Enjoy your life (জীবনকে উপভোগ করুন)

মূল: শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-আরিফী

অনুবাদ: কাজী মুহাম্মাদ হানিফ

পরিবেশনায়: পিস পাবলিকেশন

পৃষ্ঠা সংখ্যা: ৫৯৪

pdfEnjoy_Your_Life_Bangla.pdf 21 MB
Download

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

৩টি মন্তব্য

  1. আপনার অনুসরন করতে হবে রসূল।সঃ। ও সহাবী ।রাঃ। দের ।
    তবে দ্বীনের প্রাথমিক ইল্ম শেখার জন্য এবং দাওআতের মেহনতের জন্য দাওআত ও তাবলীগ উপযোগি।

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button