বিবিধ বই

বই: চার ইমামের আক্বীদা

মুসলিম জীবনে বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুলেরও অন্যতম শর্ত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা কোন আমল কবুল করবেন না, যদি তাঁর জন্য তা খালেছ হৃদয়ে ও তাঁর সন্তুষ্টির জন্য করা না হয়’ (নাসাঈ হা/৩১৪০)

মুসলিম সমাজে নানাবিধ ভ্রান্ত আক্বীদা প্রচলিত আছে। যেমন আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, মুহাম্মাদ (ছাঃ) নূরের তৈরী, ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে না, ‘যত কল্লা তত আল্লাহ’ প্রভৃতি। অথচ কুরআন মাজীদ ও ছহীহ হাদীছে এর কোন ভিত্তি নেই। এগুলি অবশ্যই পরিত্যাজ্য।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পুস্তকে মাননীয় লেখক তাওহীদ, তাক্বদীর, ঈমান, ছাহাবায়ে কেরাম ও ইলমুল কালাম সম্পর্কে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চার ইমাম আবূ হানীফা, মালেক, শাফেঈ ও আহমাদ (রহঃ)-এর আক্বীদা দলীল-প্রমাণসহ সংক্ষেপে আলোচনা করেছেন।

জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করেছেন। বইটি ‘হাদীছ ফাউন্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুধী পাঠকবৃন্দের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

পৃষ্ঠা সংখ্যা: ৬
প্রকাশনী: হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
লেখক: ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস
অনুবাদ: মুহাম্মাদ আব্দুল মালেক

Char_Imamer_Aqeedah_by_Muhammad_Abdul_Malak.pdf 1.38 MB
Download

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button