বিবিধ বই
বই: বিবর্তনবাদ
কথায় বালে ‘গায়ে মানেনা আপনি মোড়ল’ কথাটি এদেশের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। বাংলাদেশে সম্ভবত লাখে একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে নিজেকে ‘বানরের বংশধর’ বলে মনে করে। অথচ এরুপ একটি ফালতু বিষয়কে বিজ্ঞানের নামে স্কুল-কলেজে এমনকি ২০১৪ সাল থেকে মাদ্রাসার সিলেবাসেও ঢুকানো হয়েছে। আমাদের হাতে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, ততটুকু দিয়ে এই তাওহীদ বিরোধী পশুত্ববাদী আক্বীদার প্রতিবাদ করে যাচ্ছি। বর্তমান লেখনী তারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এর দ্বারা আমরা শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক ও সজাগ করতে চাই। যেন তারা নাস্তিক হয়ে জাহান্নামী না হয়।
বই: বিবর্তনবাদ
লেখক: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পৃষ্ঠা সংখ্যা: ৪৯
লিংক কাজ করছে না!
লিংক ঠিক আছে। অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন।
ভাই, এইখানে বিবর্তন নিয়ে সমালোচনা করে, Scientific conference এ করুন। Scientific journal এর loop hole নিয়ে লিখুন।
লিংক
কাজ করছে না
ঠিক করে দেওয়া হয়েছে।
লিংক কাজ করছে না