আমাদের সম্পর্কে
“বিসমিল্লাহির রহমানির রহীম”
قُلْ هَذِهِ سَبِيْلِيْ أَدْعُوْا إِلَى اللهِ عَلَى بَصِيْرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي
وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‘বলুন! ইহাই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে, জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই’ (ইউসুফ ১০৮)।
সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর নিকট সাহায্য চাই। আমরা তাঁর সমীপে অনুতপ্ত হয়ে তাওবা করি, আশ্রয় প্রার্থনা করি কুপ্রবৃত্তি ও দুষ্কৃতি থেকে। আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে পরিচালিত করতে পারে না। সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোন হক্ক মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর রহমত নাযিল করুন। রাসূল (ছাঃ) -এর পরিবার-পরিজন, সাহাবী ও অনুসারী এবং যারা সৎ কাজে তাঁদের অনুসরণ করবে তাঁদের উপর অনুগ্রহ করুন।
❑ সংক্ষিপ্ত বিবরণ:
ইসলামিক অনলাইন মিডিয়া মূলত বাংলা ভাষায় ইসলামী জ্ঞানের বিভিন্ন উপকরণে সাজানো একটি ওয়েবসাইট। বাংলা ভাষাভাষী কম সচেতন আধুনিক তরুণ প্রজন্মের মাঝে মানবজাতির জন্য মহান আল্লাহ তা’আলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলাম -এর সঠিক চিত্র উপস্থাপন এবং ইসলামবিদ্বেষী মিডিয়া’র আগ্রাসনের এই যুগে সৃষ্ট বিভ্রান্তিসমূহ নিরসনে এই ওয়েবসাইটটি কাজ করে থাকে।
❑ লক্ষ্য ও উদ্দেশ্য:
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মহান আল্লাহ তা’আলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলামের সঠিক জ্ঞান সকলের হাতের মুঠোয় পৌছে দেওয়া তথা নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে ইসলামের আলোয় আলোকিত, সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ জীবন ও সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস…
আমরা চাই মন্দের সর্বব্যপী বিস্তৃতির পূর্বেই সুন্দরকে ছড়িয়ে দিতে… মন্দ যতটা সহজলভ্য, চাই সুন্দরকে তার চেয়ে বেশি সহজপ্রাপ্য করতে…
❑ আমাদের কার্যক্রম:
‘ইসলামিক অনলাইন মিডিয়া’ প্রধানত যেসব বিষয় নিয়ে কাজ করে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য:
- গুরুত্বপূর্ণ ইসলামী বই-পুস্তক, পত্রিকা ও অন্যান্য উৎস থেকে প্রবন্ধ/নিবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি সংকলন করে বিষয়ভিত্তিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা।
- ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইসলামী জ্ঞানের গুরুত্বপূর্ণ উপকরণসমূহ সংগ্রহ করে সহজভাবে উপস্থাপন করা।
- ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত বিভিন্ন উপকরণ বহুল প্রচার/প্রসারের লক্ষ্যে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে প্রচার করা।
- গুরুত্বপূর্ণ ইসলামী বই-পুস্তকের ইবুক/পিডিএফ তৈরি করে বিনামূল্যে ডাউনলোড সেবা প্রদান। এতে করে প্রয়োজনীয় অসংখ্য বই-পুস্তক মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটারে সংরক্ষণ করে যেকোন সময় ব্যবহার করা সম্ভব হবে এবং প্রিন্ট বই কেনার পূর্বেই বইটি সম্পর্কে ধারণা লাভ করা সহজ হবে। সেই সাথে প্রকাশনীর বইয়েরও অধিক প্রচার/প্রসার ঘটবে।
- ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর কম্পিউটার/মোবাইল/ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে বিনামূল্যে বিতরণ করা।
যদিও বিভিন্ন কারণে আমাদের পক্ষে ওয়েবসাইটের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করা সম্ভব হয় না। তারপরও আমরা ওয়েবসাইটটিকে যথাসাধ্য ভুল-ভ্রান্তি মুক্ত রাখার চেষ্টা করি। কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়। ভুল টাইপিং এর কারণে ভাষাগত এবং ছোটখাট তথ্যগত ভুল থাকতে পারে। এছাড়া মানুষের মধ্যে ব্যাপক মতভেদ বিদ্যমান। তাই ছোটখাট ভুল-ভ্রান্তি পাঠককে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার এবং এ বিষয়ে আমাদের অবগত করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করার বিনীত অনুরোধ থাকবে।
❑ কপিরাইট:
ইসলামিক অনলাইন মিডিয়া’র সর্বস্বত্ব উন্মুক্ত। অবিকৃত রেখে এবং মূল সূত্র উল্লেখ করে যে-কোনো বিষয় স্বাধীনভাবে যে-কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করতে পারেন।