গোপনীয়তা নীতি

image

আমরা আপনার সম্পর্কে কি কি তথ্য সংগ্রহ করি?
যখন আপনি আমাদের ওয়েবসাইটে কোন কমেন্ট (মন্তব্য) করেন বা ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করেন তখন আমরা আপনার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করি। যেমন- আপনার নাম, ই-মেইল এড্রেস, আইপি, লোকেশন, অপারেটিং সিস্টেম ইত্যাদি।

আপনার তথ্য আমরা কি কাজে ব্যবহার করি?
আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য সংগ্রহ করি তা নিম্ন-উল্লেখিত কাজে ব্যবহৃত হতে পারে:
– আপনার সাথে যোগাযোগ করতে।
– আপনার সম্পর্কে জানতে।
– আপনাকে চিহ্নিত করতে।

আমরা কিভাবে আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করি?
আপনার তথ্যসমূহের গোপনীয়তা রক্ষার জন্য আমরা বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে থাকি যখন আপনি আপনার ব্যক্তিগত তথ্য ইনপুট/অ্যাকসেস করেন।

আমরা কি Cookie ব্যবহার করি?
হ্যা। (কুকি হল ছোট ছোট ফাইল, যা কোন সাইট বা সার্ভিস প্রোভাইডার কর্তৃক আপনার ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনার হার্ড ড্রাইভ বা মেমরিতে সংরক্ষিত হয়, যদি আপনি অনুমতি দেন। এর মাধ্যমে সাইট বা সার্ভিস প্রোভাইডার আপনার ইন্টারনেট ব্রাউজারকে চিনতে পারে এবং কিছু তথ্য স্মরণ করতে পারে।) আমরা আপনার সেটিংস/পছন্দগুলো সংরক্ষণ করতে এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কুকি ব্যবহার করি।

আমরা কি আপনার তথ্য অন্য কাউকে প্রদান করি?
আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য অন্যকে প্রদান করি না।

থার্ড পার্টি লিংক
আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব পেজের লিংক আপনাদের সাথে শেয়ার করি। তবে ঐসব সাইটের উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই এবং তাদের নিজস্ব স্বাধীন নীতিমালা রয়েছে। তাই ঐসব সাইটের কোন কন্টেন্ট বা অ্যাক্টিভিটির জন্য আমাদের কোন দায়বদ্ধতা নেই।

সচ্ছতা ও পছন্দ
সবাই সাধারণত গোপনীয়তার ব্যপারে উদ্বিগ্ন থাকেন। তাই তথ্য সংগ্রহ ও ব্যবহার বিষয়ে আমরা আমাদের নীতিমালা সবার কাছে পরিস্কারভাবে উপস্থাপন করতে চাই। এছাড়া ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী আমাদেরকে তথ্য প্রদান করতে পারেন। যেমন- ব্রাউজারের মাধ্যমে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন।

আপনার সম্মতি
আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের গোপনীয়তা নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।

গোপনীয়তা নীতিমালা পরিবর্তন
গোপনীয়তা নীতিমালায় কোন পরিবর্তন আনা হলে তা আপনি এই পেজে দেখতে পারবেন।

যোগাযোগ
আমাদের গোপনীয়তা নীতির বিষয়ে আপনার কোন মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন এখানে

সর্বশেষ পরিবর্তন: ২৪-১২-২০১৪ ইং।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon
Back to top button