বিবিধ বই

বই: তত্ত্ব ছেড়ে জীবনে

ইসলামের অনেক পন্ডিত আছেন এদেশে, ইসলাম নিয়ে প্রচুর লেখালেখিও হয়। কিন্তু ইসলামী সাহিত্যের কতগুলো দোষত্রুটি সেগুলোকে ‘অক্ষম’ ও ‘অকার্যকর’ করে রেখেছে। প্রথমত, সঠিক বিশ্বাস বা আক্বীদার ত্রুটি। আপনার বিশ্বাসেই যদি ত্রুটি থাকে তবে তো ‘সকলই গরল ভেল’! দ্বিতীয়ত, সুন্দর ভাষায় ইসলামের উপর একখানা বই পেতে বুঝি আপনাকে শতখানেক বই ঘাটতে হবে। তৃতীয়ত, একখানা ইসলামী বই পড়ে আপনি যে অবশ্যই জীবনে কিছু বাস্তবায়ন করার তাগিদ অনুভব করবেন, তেমন সম্ভাবনাও খুব কম। কারণ, দ্বীন ইসলামের আদেশ-নিষেধ বা অনুশাসনকে জীবনের সাথে সম্পর্কিত করতে ব্যর্থ হিই আমরা – খানিকটা আমাদের প্রচলিত ধর্মীয় সংস্কৃতির দোষে, আর খানিকটা আমাদের আলেমদের জীবন-বিচ্ছিন্নতার দোষে। আপনি দেখবেন মাজারে বসেই একজন ওয়াজকারী হয়তবা শির্ক বা বিদআতের উপর বক্তৃতা দিয়ে চলেছেন –  তিনি বুঝতে অক্ষম যে, তিনি নিজেই শিরকের ধারক-বাহক। আবার হয়ত দেখবেন সূদের উপর খুতবা দেওয়া মসজিদের খতীব বা ইমামের বেতন জমা হচ্ছে সঞ্চয়ী হিসাবে। তিনি তার জীবনের বাস্তব প্রেক্ষাপটে সূদ চিহ্নিত করতে ব্যর্থ।

এ বইয়ে ছাপা প্রবন্ধগুলো ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর লেখা, যা উপরোল্লিখিত দুর্বলতা মুক্ত। বরং একদিক দিয়ে বিরল প্রজাতির। ইসলামের আদেশ-নিষেধ, অনুশাসনগুলোর সাথে আমাদের বাস্তব জীবন কিভাবে সম্পৃক্ত, মুসলিম হিসেবে আমাদের কী করার আর আমরা কী করছি – লেখক তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বইটি লিখেছেন শরীফ আবু হায়াত অপু।

pdfTheory_to_Life.pdf 2.08 MBDownload

বইটি অনলাইনে কিনতে চাইলে:

www.wafilife.com/shop/শরীফ-আবু-হায়াত-অপু/তত্ত্ব-ছেড়ে-জীবনে/

www​.rokomari.com/book/90626

বি.দ্র: এখানে দেওয়া পিডিএফ বইটির ২০১১ সালে প্রকাশিত সংস্করণ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

২টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button