সম্প্রতি প্রকাশিত
- আরাফাহ দিবস : গুরুত্ব ও ফযীলত
- ইদানিং অনেক লোক হজ্জ করতে গিয়ে ইহরাম বাঁধার পর জেদ্দা বিমান বন্দর থেকে সরাসরি মদীনায় যান এবং মদীনা থেকে ফিরে এসে মক্কায় হজ্জের কাজ সমাধা করেন। এতে হজ্জের কোন ত্রুটি হয় কি?
- হজ্জ সম্পর্কিত ভুল-ত্রুটি ও বিদ‘আত সমূহ
- ভারতে এবার সর্বোচ্চ সংখ্যক হজ্জযাত্রী
- মক্কার কবরস্থান আল-মু‘আল্লা
- আল-জি‘রানাহ (মক্কা ও ত্বায়েফের মধ্যবর্তী একটি স্থান)
- হজ্জ
- বাকী‘ কবরস্থানের যিয়ারত
- ইখলাসের অপরিহার্যতা ও হজ কবূলে তার প্রভাব
- বিদায় হজের খুতবা : কিছু আলোকপাত
হজ্জ ইসলামের পঞ্চমস্তম্ভের চতুর্থ স্তম্ভ। যা সম্পাদনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য হাছিল, গোনাহ থেকে পরিত্রাণ ও জান্নাত লাভ করা যায়। অনুরূপ ওমরাহও মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম।