হজ্জ/ওমরাহ
আরাফাহর ময়দানে অবস্থানকালে যোহর ও আছরের ছালাত কিভাবে আদায় করতে হবে?
উত্তর : আরাফাহর ময়দানে হাজীগণ যোহরকে পিছিয়ে ও আছরকে এগিয়ে যোহর ও আছর দু’রাক‘আত করে জমা ও ক্বছর করবেন। অনুরূপভাবে মুযদালিফায় গিয়ে মাগরিব পিছিয়ে ও এশা এগিয়ে জমা করবেন। এ সময় কেবল এশার ছালাত ক্বছর করবেন। একাকী হোক বা জামা‘আতে হোক, জমা ও ক্বছর করা সুন্নাত। রাসূলুল্লাহ (ছাঃ) হজ্জের সময় এভাবেই ছালাত আদায় করেছেন (মুসলিম, মিশকাত হা/২৫৫৫ ‘বিদায় হজ্জের বিবরণ’ অনুচ্ছেদ; বিস্তারিত দ্রঃ সীরাতুর রাসূল (ছাঃ), ৩য় মুদ্রণ, ৭১০-১৪ পৃঃ) । তবে ইমামের পিছনে ছালাত আদায়ের সময় ইমামের অনুসরণ করতে হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৩৯) ।