হজ্জ/ওমরাহ
মেয়ে অবিবাহিত থাকলে হজ করা যাবে কি?
প্রশ্ন : মেয়ে অবিবাহিত থাকলে হজ করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন, অবিবাহিত মেয়ে রেখে আপনি হজ করতে পারবেন কি না। জি, অবিবাহিত মেয়ে রেখে হজ করা জায়েজ। এ অবস্থায় আপনি হজ করতে পারবেন। এটা নিয়ে কোনো বাধা নেই। আপনি নিশ্চিন্তে হজ করতে পারবেন। তবে এটা নিশ্চিত করতে হবে—আপনার নিরাপত্তা ঠিক আছে কি না। যদি ঠিকমতো নিরাপত্তা হয়, আপনার হজ করার সামর্থ্য থাকে, থাকার জায়গা নিশ্চিন্ত হয়, তাহলে হজ করতে পারবেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।