হজ্জ ও ওমরাহ

সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ হোটেল

১০ হাজার কক্ষবিশিষ্ট একটি হোটেল নির্মাণ করতে যাচ্ছে সৌদি সরকার। প্রতি বছর হজ্জ করতে যাওয়া ২০ লক্ষাধিক হাজি’র কথা মাথায় রেখেই এটি নির্মাণ করা হচ্ছে। মক্কায় নির্মিতব্য “আবরাজ কুদাই” নামের এ হোটেলটি হবে বিশ্বের সর্ববৃহৎ। ২০১৭ সালে এটি উদ্বোধন করা হবে। হোটেলটি নির্মাণে ব্যয় হবে সাড়ে তিন বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি।

প্রায় ১৪ লাখ বর্গমিটার আয়তনের হোটেলটি হবে মোট ১২টি টাওয়ারের সমন্বয়ে ৪৪ তলা বিশিষ্ট। এ হোটেলটিতে থাকবে শপিং মল, বড় আকারের কনভেনশন সেন্টার, ছাদের উপর হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা, বাস স্টেশন এবং খাবার-দাবারের ব্যবস্থা। এছাড়া হাজিগণের নামাজ এবং ঘুরে দেখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গাও থাকবে এখানে।

মন্তব্য করুন

Back to top button