হজ্জ ও ওমরাহ

ভারতে এবার সর্বোচ্চ সংখ্যক হজ্জযাত্রী

হজ্জ যাত্রায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরেও দেশের ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মুসলিম হজ্জে যাচ্ছেন। বিগত সব রেকর্ড ভেঙে এবার পবিত্র হজ্জ পালনে যাচ্ছেন ১ লাখ ৭৫ হাযার ২৫ জন ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আববাস নকভী এক বিবৃতিতে জানিয়েছেন, হজ্জের জন্য এবছর মোট ৩ লাখ ৫৫ হাযার ৬০৪টি আবেদন জমা হয়। পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাযার ২১৭ জন আর নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাযার ৩৮৭ জন। হজ্জ কমিটি থেকে হজ্জ যাত্রার অনুমোদন পেয়েছেন ১ লাখ ৭৫ হাযার ২৫ জন। ভারতের ইতিহাসে এই প্রথম এত অধিক সংখ্যায় মানুষ হজ্জ করতে যাচ্ছেন বলে দাবী নকভীর। তাছাড়াও এবার হজ্জ যাত্রায় রেকর্ড করছেন মুসলিম নারীরাও।

[এটি মোদী সরকারের মুসলিম নির্যাতনের ফল। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার প্রতি এটি সতর্ক সংকেত বৈ কি? (স.স. – আত-তাহরীক)]

আরও দেখুন:  ১০ লাখ মুসল্লি নিয়ে দু'বছর পর বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button