আমি কি এখন মরতে প্রস্তুত?
সকালে বিশাল বজ্রপাতের শব্দে ঘুম ভাংগে। ঘুম ভাঙতেই মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখি। আকস্মিক বজ্রপাতে হতভম্ব হয়ে শুধু কাঁপছিলাম। ইস্তিগফার করতেও পারছিলাম না। মনে মনে ভাবছিলাম, আল্লাহর গযব চলে আসল নাকি আমাদের উপর?
তৎক্ষণাৎ মনে হল, আমি যদি এখন মরে যাই?
চোখে পানি চলে আসল।
আল্লাহর কাছে বারবার বলছিলাম, “আমাকে আরেকটু টাইম দাও প্লিইইইজ। আমি আর কিছুদিন সময় চাই। আমাকে ক্ষমা কর।
আরেকটু সময় দাও আমাকে।”
……………
একটুপরে ফজরের স্বালাত শেষে চুপচাপ বসে থাকলাম কিছুক্ষণ। নিজেকে প্রশ্ন করলাম,
আমি কি এখন মরতে প্রস্তুত?
অন্তর উত্তর দিল, “না”
কয়েকবার প্রশ্ন করেও এই একই উত্তর পেলাম।
কোনভাবেই আমি এমুহুর্তে মরতে প্রস্তুত নই।
আবারও চোখে পানি চলে আসল।
“আমার আরেকটু সময় দরকার তাওবা করার জন্যে, আরেকটু টাইম লাগবে সাদাকায়ে জারিয়া রেখে যাওয়ার জন্যে, আরেকটু আমল বাড়ানোর জন্যে,আরো কিছু সময় কুর’আন তিলাওয়াত করার জন্যে, আরো কিছু রাত তোমার চিন্তায় বিভোর হবার জন্যে, দুনিয়ার কিছু মানুষের থেকে ক্ষমা চেয়ে নেয়ার জন্যে, তাদের পাওনা মিটিয়ে দেবার জন্যে, আরেকটু ভালো বান্দা হবার জন্যে, তোমাকে আরেকটু বেশী ভালোবাসার জন্যে । আমি সত্যিই আরেকটু ভালোবাসতে চাই তোমাকে,তুমিতো জানই।
হে আমার রব্ব,আমি যেন এমন অবস্থায় তোমার কাছে যেতে পারি, যে অবস্থায় তুমি আমার উপর পুরোপুরি সন্তুষ্ট। যে অবস্থায় আমার কোন পাপ থাকবেনা।
আমি তোমার ঘর আমার পাপিষ্ঠ নয়নে একবার দেখতে চাই। সেই সৌভাগ্য অর্জন করে অঝোরে কাঁদতে চাই।
হে আল্লাহ, আমি আরো কিছু রাত চাই, কেবল তোমার সাথে একাকীত্বে কাটানোর জন্যে, নির্ভার হয়ে তোমার সিজদায় লুটিয়ে পড়ার জন্যে, আমার সকল অভিযোগ গুলো তোমার কাছে সমর্পন করার জন্যে।
.
ইয়া গাফুর, ইয়া ওয়াদুদ।
আর কয়েকটা রামাদান আমি চাই, কিছু লাইলাতুল ক্বাদরের সুযোগ আমি লুফে নিতে চাই, আখলাক আরেকটু সুন্দর করতে চাই। কিছু বন্ধুবান্ধবকে দ্বীনের দাওয়াত দিতে চাই, তোমার সৃষ্টির সৌন্দর্যের দিকে অপলক চেয়ে থেকে তোমাকে স্মরণ করতে চাই।
.
নাহ, এখনই না।
কোনভাবেই এই বেহাল ঈমান নিয়ে নয়।
ঈমানের উচ্চ হালত নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ”
.
খুব কম দিনই যায় যেদিন মসজিদ থেকে কারো না কারো মৃত্যুর খবর কানে ভেসে আসেনা।
খলিফা উমারের (রাঃ)একটা উক্তি ছিল।
তিনি বলেছিলেন, “আজ শুনছি অমুক মারা গিয়েছে, কাল তমুক মারা গেল।
পরশু শুনবে খলিফা উমার মারা গিয়েছে।”
.
অবশ্য ঘটনীয় এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি যেন! সময় খুজছি আরেকটু।
নিজেকে বদলানোর ইচ্ছে, পাছে অনেককিছু সম্পাদন করা বাকি। তবুও শুরুটা ঠিক এখন থেকেই নয় কেন?
কেন কালকের অপেক্ষা?
কালই যে আমার মৃত্যুর খবর মসজিদের মাইক থেকে ভেসে আসবেনা এরইবা কি গ্যারান্টি?
.
আমি প্রস্তুতি নিব কবে?
প্রস্তুতি
-সুমাইয়া আলী