বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
ছালাতে আয়াতের জওয়াব সরবে দিতে হবে না নীরবে?
উত্তর : আয়াতের জওয়াব নীরবে দিতে হবে। কারণ ছালাতের শুরু হ’তে শেষ পর্যন্ত শুধুমাত্র ‘আমীন’ সরবে বলার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় (আবুদাঊদ, তিরমিযী, দারাকুৎনী, ইবনু মাজাহ, মিশকাত হা/৮৪৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মুছল্লী তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭১০)।
গাইরে মুহার্রম মহিলাদের কে মুহার্রম বানিয়ে হজ্জ করা যাবে কি? আমাদের দেশের বিভিন্ন ট্রাভেল্স্ গুলো এভাবে গাইরে মুহার্রম মহিলাদের কে মুহার্রম বানিয়ে হজ্জ নিচ্ছে।এটাকি প্রতারণার সামিল নয়?-অর্থাৎ আমার বয়স 32 . আমি ওমরাহ হজ্জে যাওয়ার কথা কোন এক এজেন্সির প্রতিনিধিকে জিজ্ঞাসা করলে সে বলে ওমরাহর জন্য বয়স লাগবে 40 আপনি যেতে পারবেন না। তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অন্য মহিলার মুহার্রম বানিয়ে আপনাকে ওমরাহ্ করতে নিতে পারি।