বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
কোরআন তেলওয়াত শুনার সময় রোগমুক্তির নিয়ত করা যায়?

প্রশ্ন : কোরআন তেলওয়াত শুনার সময় রোগমুক্তির নিয়ত করা যায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কোরআন তেলওয়াতের সময় আপনি সব প্রকার রোগ থেকে শেফার জন্য নিয়ত করতে পারবেন। আল্লাহ বলেছেন, তোমাদের ভেতরে যা(বিভিন্ন সমস্যা) আছে তার জন্য এটি হচ্ছে শেফা। মানসিক ও শারীরিক অসুস্থ হলে তার জন্য শেফা চাওয়া যায়। নিয়ত করা যায়। দুই প্রকারের রোগের জন্যই আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারবেন। এটা স্পষ্ট মন্তব্য। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।