আত্মীয় যদি ক্ষতি করে তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে?
প্রশ্ন : আত্মীয় যদি ক্ষতি করে তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে? উনি এমন আত্মীয় যে, সবার ক্ষতি করেন, চরিত্র ভালো না, নামাজও পড়ে না, সবার ক্ষতি করতে মুখিয়ে থাকেন। এমন অবস্থায় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দূরে থাকা যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি অনেক দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন। আপনার ব্যাখ্যা অনুযায়ী কোনো সন্দেহ নেই যে, এই ধরণের মানুষ সমাজে থাকতে পারে। এখন আপনি যদি নিশ্চিত হন যে, তার এসব খারাপ অভ্যাস আছে তখন আপনি চাইলে তার থেকে দূরে থাকতে পারেন। আপনি শুধু সৌজন্যবোধ রাখতে পারেন। এ ছাড়া আপনি দূরে থাকতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আত্মীয়তার সম্পর্ক রাখা মানে এই নয় যে সারাদিন আত্মীয়দের সঙ্গে সঙ্গে থাকা। এটার মানে হলো, খোঁজ-খবর নেওয়া, কিংবা বিপদে সাহায্য করা এইতো। এখন আপনি অনিষ্টতার আশঙ্কা থাকলে অবশ্যই দূরে থাকতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তবে আত্মীয় যদি পরিবারের হয়ে থাকে কিংবা সন্তান হয়ে থাকে তাহলে নসিহত করা আমাদের দায়িত্ব।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।