সকালে ঘর ঝাড়ু না দিলে কি অমঙ্গল হয়?
প্রশ্ন : সকালে ঘর ঝাড়ু না দিলে কি অমঙ্গল হয়? এটা কি বিশ্বাস করা কি উচিত? এটা নিয়ে ইসলাম কী বলেছে?
উত্ত : খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। প্রথম কথা হচ্ছে, পরিস্কার পরিছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মানুষ যে বলে ঈমানের অংশ এই কথাটি পুরোপুরি শুদ্ধ নয়। যাইহোক, সকালে ঘর ঝাড়ু না দিলে কি অমঙ্গল হয়—এই বক্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ ও শিরক। এই কথাটি আমাদের সমাজে ছড়িয়ে আছে। এটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য বক্তব্য নয়। কোনো কিছুকে খারাপ লক্ষণ হিসেবে নির্ধারণ করা ইসলামে হারাম। এসব পুরোপুরি শিরক। এসব নিয়ে অনেক হাদিস আছে। এটি ইসলামে নিষিদ্ধ বিষয়। এসব বিশ্বাস করা জায়েজ নেই। এটাই নিয়ে কোনো সন্দেহ নেই। ঘর ঝাড়ু দেবেন এটা পরিচ্ছন্নতার ব্যাপার এখানে মঙ্গল-অমঙ্গল টানার কিছু নেই।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।