বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কবরে শায়িত অলিদের সালাম দিলে কি উত্তর দেন?

প্রশ্ন  : কবরে শায়িত অলিদের সালাম দিলে কি উত্তর দেন?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, এ ধরনের কোনো হাদিস নেই। এটা পুরোপুরি মিথ্যা কথা। রাসুল (সা.) বলেছেন, অতঃপর আল্লাহতালা আমাকে রুহ ফেরত দেন, আমি তার সালামের জবাব দেই। তার মানে শুধুমাত্র রাসুল (সা.) এর ক্ষেত্রে বলা যাবে। তারপরও এটা সবক্ষেত্রে নয়। এখানে অনেক বিষয় থাকে। এটা বারজাখি হায়াতের বিষয়। এটা আল্লাহই ভালো জানেন। এটা আন্দাজের বিষয় নয়। আন্দাজ করা কথা বলাও যায় না। এসব মিথ্যা কথা।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button