বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা…’ মর্মে বর্ণিত দো‘আটি বিতরের কুনূত হিসাবে পাঠ করা যাবে কি?

উত্তর : বিতর ছালাতের কুনূত হিসাবে উপরোক্ত দো‘আটি না পড়ে ‘আল্লা-হুম্মাহ্দিনী ফীমা হাদাইতা…’ মর্মে বর্ণিত ছহীহ দো‘আটি পড়তে হবে (আবুদাঊদ হা/১৪২৫; তিরমিযী হা/৪৬৪; মিশকাত হা/১২৭৩)। ‘আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা…’ দো‘আটি কুনূতে নাযেলায় পড়ার ব্যাপারে এসেছে (বায়হাক্বী ২/২১০, হা/২৯৬৩)। আলবানী (রহঃ) বলেন, আমি এ দো‘আটি বিতরের কুনূতে পড়ার ব্যাপারে কোন রেওয়ায়াত পাইনি’ (ইরওয়া হা/৪২৫ ২/১৭২ পৃঃ)

মন্তব্য করুন

Back to top button