বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কাউকে যাকাতের মাল প্রদানের সময় তাকে জানানো যরূরী কি?

শরী‘আতে যাকাতের মাল হকদারদের মাঝে বণ্টন করার নির্দেশ এসেছে (তওবা ৯/৬০)। এজন্য তাদেরকে জানানোর কোন আবশ্যকতা নেই। কাউকে জানানো হ’লে বরং তাকে ছোট করা হয়, যা খোটা দানের শামিল। আর আল্লাহ তা‘আলা বলেন, তোমরা খোটা দিয়ে তোমাদের ছাদাক্বাগুলিকে বিনষ্ট করো না’ (বাক্বারাহ ২/২৬৪)।

১টি মন্তব্য

  1. কয়েক বছর আগে ভগিনী তার মামা,যিনি অবস্থা সম্পন্ন নয় রমজানের হাদিয়া স্বরুপ কিছু টাকা দেন খামে যে খামের উপর লিখা যাকাত এর টাকা । সেই মামা খামটি এখনও বের করেন ও চোখের পানি ফেলেন !

মন্তব্য করুন

Back to top button