বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মোবাইল বা কম্পিউটারে দেখে কুরআন পাঠ করলে পূর্ণ নেকী লাভ করা যাবে কি?

মোবাইল বা কম্পিউটারে দেখে কুরআন পাঠ করা যাবে। এতে পূর্ণ নেকীও অর্জিত হবে ইনশাআল্লাহ। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব হ’তে একটি হরফ পাঠ করবে তার জন্য দশটি নেকী রয়েছে (তিরমিযী হা/২৯১০; মিশকাত হা/২১৩৭)। অতএব মুখস্ত হৌক, মুছহাফ দেখে হৌক আর কম্পিউটারে দেখে হৌক, সবক্ষেত্রেই সমান নেকী অর্জিত হবে। আর মুছহাফ দেখে কুরআন পাঠের বিশেষ ফযীলত মর্মে বর্ণিত হাদীছগুলি যঈফ ও জাল (সিলসিলা যঈফাহ হা/৩৫৬, ১৫৮৬; যঈফুল জামে‘ হা/২৮৫৫)।

আরও দেখুন:  অহি লেখকগণ কে কে ছিলেন?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button