পরিবার/দাম্পত্য

মালিকের মৃত্যুর পূর্বে কি উত্তরাধিকার সম্পদ বন্টন করা যায়?

উত্তরাধিকার সম্পদ মৃত্যুর পরে বণ্টন হওয়াই শরী‘আত নির্দেশিত বিধান, যা সকলের জন্য কল্যাণকর। তবে মৃত্যুর পূর্বে পিতা সন্তানদের মাঝে কিছু বণ্টন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে সকলকে সমানভাবে প্রদান করতে হবে। একদা নু‘মান বিন বাশীর (রাঃ) তার এক ছেলেকে একটি গোলাম দান করার ব্যাপারে রাসূল (ছাঃ)-কে জানালে তিনি তাকে তার অন্য ছেলেদের একই সমান প্রদানের নির্দেশ দেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০১৯)। অতএব জীবিত অবস্থায় শরী‘আত মোতাবেক হকদারকে কিছু সম্পদ প্রদান করা জায়েয। এজন্য মুওয়াযযিনকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার কোন কারণ নেই।

১টি মন্তব্য

  1. আস্সালামুআলাইকুম,
    যত সহজ করে সমাধান দিলেন এতে করে,মীরাছ বিষয়ে শরিয়াহ্ কত কঠোর তা মনেই করবেনা ! আমরা বিন্দুমাত্র ভাবিনা ,পিতা মাতাকে কবরের অনন্তকাল কি ভাবে শান্তিতে থাকার থাকার ব্যবস্থা করবো ! বরংচ তাদেরকে যুলুমবাজ আখ্যা দিয়ে কবরে পাঠাই ! নাউযুবিল্লাহ্ !!

মন্তব্য করুন

Back to top button