মা যদি শাসনের জন্য অভিশাপ দেন সেটা লাগবে কি?
প্রশ্ন : মা যদি শাসনের নামে অভিশাপ দেন সেটা লাগবে কি? এটা মায়ের আসলে অভ্যাস হয়ে গেছেন। তবে মন থেকে এসব অভিশাপ দেন না।
উত্তর : ধন্যবাদ আপনাকে। সন্তানের ক্ষতির বিষয়টি নির্ভর করছে তার আচরণের ওপর। এখন সন্তান যদি দেখে তার মা বেশি বেশি অভিশাপ দেন। তখন ওই সন্তানের উচিত মায়ের অপছন্দনীয় কাজগুলো থেকে দূরে থাকা। তিনি সর্তক হয়ে যাবেন। সেক্ষেত্রে সন্তানকে তখন আল্লাহ শাস্তি দেবেন না। কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে, তিনটি দোয়া আছে যেগুলো আল্লাহর কাছ থেকে ফিরে আসে না। সেগুলোর মধ্যে একটি হলো—মায়ের দোয়া, কিংবা বদদোয়া। এখন বদদোয়া দিয়ে দেন তাহলে সেটা লেগেও যেতে পারে। তাই সন্তানের উচিত সতর্ক হয়ে যাওয়া। মা যেসব কাজ করলে অভিশাপ দেন সেসব কাজ থেকে দূরে থাকা। মায়ের অভ্যাস হয়ে গেছে মনে করে নিশ্চিত থাকার কোনো কারণ নেই। এরচেয়ে নিজে সতর্ক থাকুন।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।