পরিবার/দাম্পত্য
শিশুকে দ্বীনের শিক্ষা দেওয়ার দায়িত্ব কার বেশি?
প্রশ্ন : শিশুকে দ্বীনের শিক্ষা দেওয়ার দায়িত্ব কার বেশি? আমি বিদেশ থাকি, তাই সন্তানের পাশে থেকে দ্বীনের শিক্ষা দিতে পারিনা। তাই বিষয়টি নিয়ে জানতে চাওয়া।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটি অনেক আবেগ জড়িত প্রশ্ন। আপনার প্রশ্ন অনুযায়ী, শিশুকে দ্বীনের শিক্ষা দেওয়ার দায়িত্বের কথা বললে সবার আগে আসে পিতার নাম। শিশুকে দ্বীনের শিক্ষা দেওয়ার প্রধান দায়িত্ব হলো বাবার। হক হিসেবে পিতার ওপর এই দায়িত্ব আগে পড়ে। ইসলামের জ্ঞান বাবারাই দেবেন। মায়ের ওপর এই দায়িত্ব আসে না। এখন পিতা যদি জীবিকার জন্য বাইরে থাকেন তাহলে মাকে কিংবা দাদা-দাদি, চাচাকে দিয়ে যেতে পারেন। কিন্তু ইসলাম এই দায়িত্ব পিতাকেই দিয়েছে। মাকে দেয়নি। তবে মা যদি পালন করেন তাহলে মা সওয়াব পাবেন অবশ্যই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।