পরিবার/দাম্পত্য

স্ত্রী জান্নাতে গেলে কি স্বামীর জন্য হুর হবেন?

প্রশ্ন : স্ত্রী জান্নাতে গেলে কি স্বামীর জন্য হুর হবেন?

উত্তর : নাহ স্ত্রী তো স্ত্রীই হবে। হুর একেবারে আলাদা সৃষ্টি। হুর আল্লাহ আয়নার জগৎ থেকে আল্লাহ তাঁদের আলাদাভাবে সৃষ্টি করবেন। দুনিয়াতে যিনি স্ত্রী ছিলেন তিনি তো মানুষ। তিনিও তো নেয়ামত পাবেন। তিনিও হুর পাবেন যারা তাঁর সেবা করবেন। তিনি হুর হওয়ার প্রশ্ন আসে না। তিনি স্ত্রী আছেন স্ত্রীই থাকবেন। এই প্রশ্নগুলো আসলে অপ্রয়োজনীয়।

মন্তব্য করুন

Back to top button