পরিবার/দাম্পত্য

সন্তান হওয়ার জন্য কোনো বিশেষ আমল আছে কি?

প্রশ্ন : আমার বিয়ের সাত বছর হয়ে গেছে। কিন্তু সন্তান হয়না। সন্তান হওয়ার জন্য কোনো বিশেষ আমল আছে কি? 

উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এটা রাসুল (সা.) সুন্নাহ। ইব্রাহিম (আ.) বারবার আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন। বারবার যখন দোয়া করছিলেন তখন আল্লাহ ঘোষণা দিলেন, তাঁকে একজন প্রজ্ঞাবান সন্তানের সুসংবাদ দিলাম। এরপর আরও অনেককে আল্লাহ এভাবে সুসংবাদ দিয়েছেন। তাই প্রথম কাজ হলো, এর জন্য আল্লাহর কাছে অধিক পরিমানে দোয়া করবেন। দ্বিতীয়ত আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন। অধিক পরিমানে ছদকা বা দান করবেন। এটা হতে পারে একটি পরীক্ষা। তাই চেষ্টা করবেন অধিক পরিমানে ছদকা করার। যার নিয়ত হবে আপনার মনের বাসনা। যদি সত্যিই আল্লাহ পরীক্ষা নেন তাহলে যেন সেটা দূর করে সন্তান দেন। এরপর নিজের প্রকৃত ইবাদত করা। এর জন্য কিছু দোয়াও আছেন। সেগুলো দোয়া কবুলের সময় পড়তে পারবেন। আর অবশ্যই আপনাকে মেডিকেশনে যেতে হবে। দেখতে হবে আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে কি না। এটাও সুন্নাহর সঙ্গে জড়িত। এটা স্বাস্থ্যগত কারণেও হতে পারে। তাই অবশ্য চিকিৎসকের পরামর্শ নিন। এটা বায়োলোজিক্যাল বিষয়। তাই অবশ্যই চিকিৎসাও নেবেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button