বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

ফিৎরার খাতসমূহে বণ্টন শেষে ১টি অংশ নিজ আত্মীয়-স্বজনের মাঝে বণ্টন করা জায়েয হবে কি?

খাতসমূহের মধ্যে হকদার গরীব আত্মীয়-স্বজনের মধ্যেও বণ্টন করবে। এতে কোন দোষ নেই। এছাড়া সেখান থেকে সারা বছরের জন্য স্থানীয় বায়তুল মাল ফান্ডে যেটা রাখা হবে, তা থেকেও প্রয়োজনে অন্যান্য হকদারগণের ন্যায় তারাও পাবেন। উল্লেখ্য যে, আত্মীয়-স্বজন হকদার না হ’লে তাদের মাঝে ফিৎরা বণ্টন করা যাবে না (আবুদাঊদ হা/১৬০৯)।

আরও দেখুন:  মসজিদে গিয়ে কি উচ্চস্বরে সালাম দিতে হয়?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button