বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

বিদায়ের সময় কি মুসাহাফা করা যাবে?

বিদায় বেলায় মুছাফাহা করা যাবে। ইবনু ওমর (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যখন কোন ব্যক্তিকে বিদায় দিতেন, তখন তার হাত ধরতেন এবং বিদায় হওয়া ব্যক্তি তাঁর হাত না ছাড়া পর্যন্ত রাসূল (ছাঃ) তার হাত ছাড়তেন না।অতঃপর তিনি দো‘আ করে দিতেন…’ (তিরমিযী হা/৩৪৪২, মিশকাত হা/২৪৩৫) ।

মন্তব্য করুন

Back to top button