পরিবার/দাম্পত্য

একসাথে তিন তালাক কি বৈধ?

একসাথে তিন তালাক দিলে সেটি এক তালাক হিসাবে গণ্য হবে (মুসলিম হা/১৪৭২-৭৩; আবুদাঊদ হা/২১৯৬, সনদ হাসান) । কেননা তালাকের সঠিক পদ্ধতি হচ্ছে পৃথক পৃথকভাবে তিন তুহুরে তিনবার তালাক দেওয়া (বাক্বারাহ ২/২২৯ ; তালাক্ব ৬৫/১-২) । সঠিকভাবে তালাক সম্পন্নের পর ইদ্দত শেষে উক্ত মহিলা অন্যত্র বিবাহ করতে পারবে (বাক্বারাহ ২/২২৮) । ইদ্দতের মধ্যে বিবাহের কোন সুযোগ নেই।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

৫টি মন্তব্য

  1. মন্তব্য…আমার স্বামী আমাকে ফোনে রাগের মাথায় তোকে ১তালাক ২তালাক ৩তালাক ৭তালাক বলে ফেলেছে।আমাতদের কী তালাক হয়ে গেছে?সে আমাকে ছাড়তে চায়না।ও খুব অনুতপ্ত।

  2. মন্তব্য…তোমাকে ৩তালাক বললে কী ১তালাক গণ্য হয়।যদি রাগের মাথায় তোমাকে ১তালাক ২তালাক ৩তালাক ৭তালাক বলে ফেলে তা কতটুকু কার্যকর?

মন্তব্য করুন

Back to top button