বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

আল্লাহ তা‘আলা কি ১৮ হাজার মাখলূকাত সৃষ্টি করেছেন?

মাখলূক্বাতের কোন পরিসংখ্যান কুরআন ও হাদীছে নেই। তবে সালাফে ছালেহীন এ ব্যাপারে বিভিন্ন মত পেশ করেছেন। যেমন মুক্বাতিল বলেন, মাখলূক্বাতের সংখ্যা ৮০ হাযার। আবু সাঈদ খুদরী (রাঃ)-এর মতে ৪০ হাযার, ওয়াহাব বিন মুনাবিবহ (রহঃ)-এর মতে ১৮ হাযার প্রভৃতি। কা‘ব আল-আহবারের মতে, আল্লাহর সৃষ্টির কোন নির্দিষ্ট পরিসংখ্যান নেই (ইবনু কাছীর ১/২৬, তাফসীর সূরা ফাতেহা ‘রববুল আলামীন’-এর ব্যাখ্যা দ্রঃ) । মূলতঃ উক্ত বর্ণনাগুলি থেকে অধিক সংখ্যক মাখলূক্বাতের কথাই বুঝানো হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ রববুল আলামীন যে নে‘মত দান করেছেন তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না’ (নাহল ১৬/১৮) । অতএব মাখলূক্বাতের সংখ্যা আল্লাহ সর্বাধিক অবগত।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button