বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

বর্তমানে বিভিন্ন দেশে অবস্থিত বেশ কিছু কবরকে বিভিন্ন নবীর কবর হিসাবে চিহ্নিত করা হয়। এর কোন সত্যতা আছে কি?

রাসূলুল্লাহ (ছাঃ)-এর কবর ব্যতীত সকল নবীর কবরের অবস্থান অজ্ঞাত। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘রাসূল (ছাঃ)-এর কবর ব্যতীত কোন নবীর কবরের অবস্থানের ব্যাপারে পৃথিবীর মানুষ একমত নয়’ (মাজমূ‘ ফাতাওয়া ২৭/১১৬) । শায়খ বিন বায বলেন, নবী (ছাঃ)-এর কবর ব্যতীত সকল নবীর কবরের অবস্থান অজ্ঞাত। ..তবে ইবরাহীম (আঃ)-এর কবর ফিলিস্তীনের মাগারাতে আছে বলে প্রসিদ্ধ রয়েছে। …আর যে ব্যক্তি দাবী করবে যে, এটি অমুকের কবর, এটির অমুকের কবর তাহলে সে মিথ্যা বলবে। এর কোন সত্যতা এবং বিশুদ্ধতা নেই’ (মাজমূ‘ ফাতাওয়া বিন বায ১/১৬০) । মূলতঃ কবর চিহ্নিত থাকলে লোকেরা তাঁদের কবরে পূজা শুরু করে দিত। সম্ভবতঃ একারণেই আল্লাহ তা‘আলা নবীগণের কবর সমূহ অজ্ঞাত রেখেছেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button