ঈমান/আক্বীদা

পূজার সময় পুলিশের দায়িত্ব পালনরত অবস্থায় সেখান থেকে প্রদত্ত খাবার খাওয়া যাবে কি?

পূজা উপলক্ষে তাদের দেয়া খাবার খাওয়া যাবে না। কারণ এতে শিরকের সমর্থন ও সহযোগিতা করা হবে। আল্লাহ তা‘আলা পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন (মায়েদাহ ৫/২; লাজনা দায়েমা, ফৎওয়া নং ২৮৮২) ।

আরও দেখুন:  এক শ্রেণীর মানুষ ১৮ই জিলহজ্জকে ‘ঈদে গাদীর’ হিসাবে আখ্যায়িত করে। এদিনের বিভিন্ন ফযীলত যেমন এদিনে রাসূল (ছাঃ) ছিয়াম পালন করেন, এদিন আল্লাহ ইসলামের পূর্ণতা ঘোষণা করেন ইত্যাদি বলে থাকে। এর কোন ভিত্তি আছে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button